ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাপান, সেনেগাল, কলম্বিয়া, পোল্যান্ড এর নানা সমীকরণ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৮ জুন ২০১৮ | আপডেট: ২৩:১৬, ২৮ জুন ২০১৮

এবারের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ এইচে রয়েছে জাপান, পোল্যান্ড, সেনেগাল ও কলম্বিয়া। এই দলগুলোর মধ্যে কারা যাচ্ছে শেষ ষোলতে এ নিয়ে চলছে নানা সমীকরণ। দেখে নেওয়া যাক এ দলগুলোর বিভিন্ন সমীকরণ।

জাপান 

জাপান আর সেনেগাল দুই দলই জিতলে যে দল তুলনামূলক বড় ব্যবধানে জিতবে অথবা সমান ব্যবধানে জেতা ম্যাচে বেশি গোল করবে সেই দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

পোল্যান্ডের সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে জাপানের। কলম্বিয়া হারলে হেরেও শেষ ষোলেতে যাবে জাপান।

সেনেগাল হারলেও জাপানের হারেও সুযোগ থাকবে যদি সেনেগাল তুলনামূলক বড় ব্যবধানে হারে অথবা সমান ব্যবধানে হারলে জাপানের চেয়ে কম গোল করে হারে। 

জাপান আর সেনেগাল দুই দলই ড্র করলে বেশি গোলে ড্র করা দলটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন।  সেনেগাল

জাপান হারলে সেনেগালের হারেও সুযোগ থাকবে যদি জাপান তুলনামূলক বড় ব্যবধানে হারে অথবা সমান ব্যবধানে হারলে সেনেগালের চেয়ে কম গোল করে হারে।

কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সেনেগালের। 

জাপান আর সেনেগাল দুই দলই যদি একই স্কোরলাইনে হারলে ডিসিপ্লিনারি রেকর্ড ভালো থাকা দলটি নক আউট পর্বে উঠবে। সেটাও সমান হলে হবে লটারি।

কলম্বিয়া 

সেনেগালের সঙ্গে ড্র করলেও সুযোগ থাকবে কলম্বিয়ার যদি অন্য ম্যাচে জাপান হারে। কারণ তখন জাপান আর কলম্বিয়ার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকবে কলম্বিয়া।

সেনেগালকে হারালেই শেষ ষোলোয় উঠবে কলম্বিয়া। তখন অন্য ম্যাচে জাপান জিততে না পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে লাতিন আমেরিকার দেশটি।

পোল্যান্ড

আগেই ছিটকে গেছে পোল্যান্ড। দলটি শুধু তিন দলের সমীকরণে ভূমিকা রাখবে।

এমএইচ/এসি 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি